গোল করতে না পারার হতাশা আর ঘরের মাঠে পরাজয়ের আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। বুধবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ০-১ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
২০২১ সালের ১৩ নভেম্বর কলম্বোতে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় বাংলাদেশ। কিন্তু এবার সেই ১৩ নভেম্বর ঘরের মাঠে প্রতিপক্ষকে পেলেও জয় অধরাই থেকে যায়।
গত অক্টোবরে এই কিংস অ্যারেনায় মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। তবে এবার তারা গোলের দেখা পায়নি, যা হয়েছে পরাজয়ের কারণ। প্রথমার্ধে দারুণ খেলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। উল্টো ১৮ মিনিটে প্রতিপক্ষের ফাঁকায় পাওয়া হেড থেকে করা গোলে বাংলাদেশি দর্শকদের হতাশ করেন মালদ্বীপের ফরোয়ার্ড। গোলকিপার মিতুলের কিছুই করার ছিল না।
বাংলাদেশ গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালালেও গোলবারের নাগাল পায়নি। ৬৩ মিনিটে রাকিব আলি ফাসিরের নিশ্চিত একটি গোল বাঁচিয়ে দেন। ৬৪ মিনিটে কোচ হাভিয়ের কাবরের তিনটি পরিবর্তন আনলেও তাতে ম্যাচের মোড় ফেরেনি।
৬৯ মিনিটে শাহরিয়ার ইমনের হেড ও ৭৮ মিনিটে মোরসালিনের শটও জালে ঠাঁই পায়নি। ৮৬ মিনিটে মোরসালিনের আরেকটি শট দারুণভাবে সেভ করে মালদ্বীপের গোলকিপার হুসেন শরিফ। ৯০ মিনিটেও শরিফের বাঁধা হয়ে দাঁড়ান রাকিবের প্রচেষ্টায়। যোগ করা সময়েও রাকিব গোলের সুযোগ মিস করেন।
দুটি দলই ১৬ নভেম্বর সন্ধ্যা ছয়টায় আবারও একই মাঠে মুখোমুখি হবে, যেখানে বাংলাদেশের সামনে থাকবে গোলের খরা কাটানোর সুযোগ।