ছোটবেলা থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানেন কিলিয়ান এমবাপে। পর্তুগিজ তারকাকে দেখেই ফুটবলের প্রতি ভালোবাসা জন্মায় তার। এবার নিজের সেই নায়কের এক রেকর্ড ছুঁয়ে গেলেন ফরাসি ফরোয়ার্ড।
গতকাল লেগানেসের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, যেখানে জোড়া গোল করেছেন এমবাপে। এই দুই গোলের সুবাদে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৩টি। অভিষেক মৌসুমে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকায় তিনি এখন যৌথভাবে শীর্ষে, পাশে আছেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদোর পাশে থাকতে পেরে গর্বিত এমবাপে
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে এমবাপে বলেন,
🗣️ ‘এটা সত্যিই বিশেষ এক মুহূর্ত। দলের জন্য কাজ করাটাই আসল, তবে ক্রিশ্চিয়ানোর সমান গোল করতে পারা দারুণ ব্যাপার। আমরা সবাই জানি, রিয়াল মাদ্রিদের জন্য ক্রিশ্চিয়ানো কতটা গুরুত্বপূর্ণ, আমার জন্যও…।’
তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনকেই বড় করে দেখছেন এমবাপে।
🗣️ ‘আমরা সবসময়ই যোগাযোগ রাখি, তিনি আমাকে পরামর্শ দেন। তার রেকর্ড স্পর্শ করতে পারাটা দারুণ, তবে আমার আসল লক্ষ্য হলো এখানে ট্রফি জেতা।’
আন্তর্জাতিক বিরতির পর খেলা কঠিন মনে করেন এমবাপে
জাতীয় দলের হয়ে খেলে ফেরার পর পারফর্ম করা একটু চ্যালেঞ্জিং বলেও মনে করেন এমবাপে।
🗣️ ‘আন্তর্জাতিক বিরতির পর ফিরে আসাটা সবসময় কঠিন। ক্লাবে একটা ছন্দ থাকে, জাতীয় দলে গিয়ে সেটা পরিবর্তন হয়। ফেরার পর মানিয়ে নিতে হয়, তবে আমরা জানি—জয়ের বিকল্প নেই।’
রোনালদোর রেকর্ড ছুঁয়ে এখন আরও বড় কিছু করার লক্ষ্য নিয়েই এগিয়ে চলছেন এমবাপে।