টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে জো রুটের নামটা অনেক আগেই স্বীকৃতি পেয়েছে। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে এত ধারাবাহিকতা ও শ্রেষ্ঠত্ব আর কোনো ব্যাটারের ক্ষেত্রেই দেখা যায়নি। আর এখন কেবল ব্যাট নয়, ফিল্ডিংয়েও রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন তিনি।
ব্যাট হাতে কিংবদন্তি
টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে ৫ম স্থানে আছেন জো রুট। তবে খুব দ্রুতই তার অবস্থান আরও ওপরে উঠে যাবে। আর মাত্র ৩৪৫ রান করলেই রুট পৌঁছে যাবেন তালিকার দ্বিতীয় স্থানে। সামনে থাকবেন কেবল এক ও একমাত্র শচীন টেন্ডুলকার।
ফিল্ডিংয়েও রেকর্ড
হেডিংলি টেস্টে ব্যাট হাতে নয়, এবার আলোচনার কেন্দ্রে জো রুট ফিল্ডিংয়ের জন্য। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন রুটের দখলে—২১০টি ক্যাচ। ২৯৩ ইনিংসে এই রেকর্ড গড়েছেন তিনি, যা এককভাবে নয়, তবে যৌথভাবে সর্বোচ্চ।
এই রেকর্ডে রুটের পাশে আছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়, যিনি ২১০ ক্যাচ নিয়েছিলেন ৩০১ ইনিংসে। রুট সেখানে এই কীর্তি গড়েছেন ৮ ইনিংস কম খেলে।
সেরা ফিল্ডারদের তালিকা
২১০ ক্যাচ* – জো রুট (২৯৩ ইনিংস)
২১০ ক্যাচ – রাহুল দ্রাবিড় (৩০১ ইনিংস)
২০৫ ক্যাচ – মাহেলা জয়াবর্ধনে (২৭০ ইনিংস)
২০০ ক্যাচ* – স্টিভ স্মিথ (২২৩ ইনিংস)
২০০ ক্যাচ – জ্যাক ক্যালিস (৩১৫ ইনিংস)
রুটের পাশাপাশি এই তালিকায় এখনো খেলে যাচ্ছেন কেবল স্টিভ স্মিথ। তার ক্যাচ সংখ্যা ২০০, এবং ইনিংস সংখ্যা ২২৩। বাকিদের তুলনায় কম ইনিংসে এই সংখ্যা গড়ে তোলায় রুট ও স্মিথের কৃতিত্ব আরও স্পষ্ট হয়।
বর্তমান খেলোয়াড়দের মধ্যে কে কোথায়
রুট ও স্মিথ ছাড়া টেস্টে ১০০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন কেবল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (১১৩ ক্যাচ)। এরপরই আছেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা (৮৬ ক্যাচ)। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড মুমিনুল হকের—৪২টি।
ব্যাট হাতে রানের পাহাড় গড়া জো রুট এবার নিজেকে প্রমাণ করলেন ফিল্ডিংয়েও। দুই ক্ষেত্রেই তার পারফরম্যান্স তাঁকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে সর্বকালের সেরাদের কাতারে। এমন অলরাউন্ড প্রভাব ক্রিকেটে সত্যিই বিরল—জো রুট তাই হয়ে উঠেছেন আধুনিক টেস্ট ক্রিকেটের এক অনন্য আইকন।