এক যুগেরও বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড সামলানোর পর নতুন অধ্যায়ে পা রেখেছেন লুকা মদ্রিচ। ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট তারকা এবার যোগ দিয়েছেন ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে। চলতি সপ্তাহেই মিলানের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন তিনি। আর ক্লাবটিতে পা রেখেই জানিয়েছেন, লক্ষ্য শুধুই সাফল্য আর শিরোপা।
মিলান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করে মদ্রিচ বলেন,
‘আমি কখনও মাঝারি মানের ফুটবল খেলে খুশি হতে পারি না। আমার লক্ষ্য সবসময়ই বড় কিছু জয় করা। এসি মিলানে এসেছি, কারণ আমি বিশ্বাস করি, এখানে এসে আমি শিরোপার জন্য লড়তে পারব এবং বিশ্বের সেরা ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
শুধু পেশাদার সিদ্ধান্তই নয়, এই ক্লাবে যোগ দেওয়ার পেছনে আবেগও রয়েছে মদ্রিচের। কৈশোর থেকেই এসি মিলানের ভক্ত ছিলেন তিনি। ছোটবেলায় টিভিতে ইতালিয়ান লিগের ম্যাচ দেখার স্মৃতি রোমন্থন করে তিনি বলেন,
‘আমি যখন বড় হচ্ছিলাম, তখন এসি মিলান ছিল আমার প্রিয় দল। সেই সময় ক্রোয়েশিয়ায় আমরা অনেকেই মিলানের ম্যাচ দেখতাম। কারণ তারা ছিল বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। তাছাড়া তখন জোনিমিরি বোবান এখানে খেলতেন, যিনি আমার আদর্শ ছিলেন।’
মদ্রিচ আরও জানান, ইউরোপের বাইরের ক্লাবগুলো থেকে প্রস্তাব এলেও তিনি ইউরোপেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিযোগিতামূলক ফুটবল চালিয়ে যাওয়ার জন্য।
‘ইউরোপের বাইরের কিছু ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম। তবে মিলান থেকে প্রস্তাব আসার সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম—এটাই সঠিক পথ।’
রিয়াল মাদ্রিদে অসাধারণ সফল এক যুগ কাটিয়ে মদ্রিচ এখন মিলানকে পুনরুজ্জীবিত করার স্বপ্ন দেখছেন। মিলানও আশাবাদী, এই অভিজ্ঞ তারকার উপস্থিতিতে নতুন মৌসুমে তাদের সাফল্যের গল্প আরও উজ্জ্বল হবে।