গত ১৬ জুন আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে ভক্তদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় কিলিয়ান এমবাপ্পেকে। ভক্তদের আবেদন মেটানো সহ চুক্তি স্বাক্ষর, স্বাস্থ পরীক্ষা, সবই হয়েছে আগেই। কিন্তু ব্যস্ত ক্লাব মৌসুম আর ইউরো অভিযানের কারণে কিলিয়ান এমবাপ্পে আর জুড বেলিংহ্যামসহ ইউরোতে খেলা ফুটবলারদের ছুটি ছিল ৬ আগষ্ট পর্যন্ত।

এর আগে প্রাক মৌসুম প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র থেকে তিনটি প্রীতি ম্যাচ খেলে স্পেনে ফিরে এসেছে রিয়াল মাদ্রিদ। প্রীতিম্যাচে না থাকলেও স্পেনে এসেই মাদ্রিদে লস ব্লাঙ্কোসদের ক্যাম্পের ১ম দিনই দলের সাথে অনুশীলনে করেছেন কিলিয়ান এমবাপ্পে। এরপর অনুশীলনের জায়গা, সতির্থ্য , কোচিং স্টাফ সবাই নতুন হলেও প্রথম দিনই দারুণ হাস্যউজ্জল দেখা গেছে এবং মানিয়ে নিয়েছে বলে মনে হচ্ছিল এমবাপ্পেকে। কিলিয়ানের দ্রুত মানিয়ে নেবার পেছনে নিশ্চিতভাবে সহায়ক হয়েছে রিয়ালের পুরনো ফুটবলার কামাভিঙ্গা, শুয়ামিনি ও ফেরান মেন্ডি। কারণ এই তিনজনই ফ্রান্সের জাতীয় দলের ফুটবলার সতির্থ্য এমবাপ্পের।

গতকাল ৭ই ( আগস্ট) এমবাপ্পের সাথে অনুশীলনে ফিরেছেন আরেক তারকা জুড বেলিংহ্যাম, কারভাহাল, মেন্ডি, কামাভিঙ্গাসহ উইরোতে অংশ নেয়া বাকি সব ফুটবলারই। এমবাপ্পেসহ এই ফুটবলাররা রিয়ালের প্রধান ফিটনেস কোচ অ্যান্টনিয়ো টিন্টুসের অধিনে। প্রথম দিনের সেশনে কেবল ফিটনেস নিয়েই কাজ করেছেন এই ফরাসি তারকা।

৯ নাম্বার জার্সি পরে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে আনুষ্ঠানিক ম্যাচ খেলতে নামবেন আগামী ১৫ অগস্ট। ইনজুরি সমস্যায় না পড়লে উয়েফা সুপার কাপের সেই ম্যাচে চ্যাম্পিয়ন লিগ ট্রফি জেতা দলটি লড়বে ইউরোপ লিগ জয়ী আটালান্টার বিপক্ষে। রিয়াল কোচ আনচেলত্তি নিশ্চিত করেছেন একবাপ্পেকে মূল একাদশে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে রিয়াল।

অবশেষে সেই শৈশবের স্বপ্ন পুরন হয়েছে এমবাপ্পের। প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর আইডল রোনালদোর মতোই নাম্বার নাইন জার্সিতে প্রথম মৌসুম শুরু করে এমবাপ্পে কি পারবেন সিআরসেভেনের মতো রিয়াল কিংবদন্তি হতে? এটাই দেখার অপেক্ষায় এমবাপ্পে ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts