টানা ৮ জয়ে সবার আগে প্লে-অফে জায়গা করে নিয়েছিল রংপুর রাইডার্স। তবে শেষ পর্যন্ত সেই ফর্ম ধরে রাখতে পারেনি তারা। খুলনা টাইগার্সের বিপক্ষে প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্স-এর মতো তারকাদের উড়িয়ে আনলেও লাভ হয়নি। খুলনার বিপক্ষে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় পরাজয় বরণ করতে হয়েছে রংপুরকে। এই পরাজয়ের মাধ্যমে টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএল ২০১৭ চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে এবারের আসর থেকে।

খুলনার দাপুটে জয়
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে হারায় খুলনা। আকিফ জাভেদের বলে শূন্য রানে বোল্ড হন তিনি। তবে এরপর নাইম শেখ ও অ্যালেক্স রস মিলে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি। দুজনে অপরাজিত ৮৭ রানের জুটি গড়ে খুলনাকে সহজ জয় এনে দেন।

নাইম ৩৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন, আর রস ২৭ বলে ২৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছে। সেখানে তারা মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে।

ব্যাটিং বিপর্যয়ে রংপুর
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রংপুর রাইডার্স। তবে মাত্র ১৫ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি।

রান আউট হয়ে ফেরেন সৌম্য সরকার (০)।
জেমস ভিন্স করেন মাত্র ১ রান, নাসুম আহমেদের বলে ক্যাচ দিয়ে আউট হন।
শেখ মেহেদীও বোল্ড হন নাসুমের বলে।
সাইফ হাসান (৪) মিরাজের বলে ক্যাচ তুলে দেন।
সাইফউদ্দিনকে এলবিডব্লিউ করেন হাসান মাহমুদ।
এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান কিছুটা লড়াই করলেও মিরাজ তাকে এলবিডব্লিউ করে ফেরান। শেষদিকে আন্দ্রে রাসেল ও টিম ডেভিডও ব্যর্থ হন, কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।

শুধু আকিফ জাভেদ ১৮ বলে ৩২ রান (৪ চার, ২ ছক্কা) করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে তার বিদায়ের পর ৮৫ রানেই রংপুরের ইনিংস গুটিয়ে যায়।

খুলনার বোলিং দাপট
খুলনার হয়ে দারুণ বোলিং করেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ, দুজনেই ৩টি করে উইকেট নেন। এছাড়া মোহাম্মদ নাওয়াজ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান প্রত্যেকেই ১টি করে উইকেট তুলে নেন।

এই জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেল খুলনা টাইগার্স, আর হতাশার বিদায় নিল রংপুর রাইডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts