গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম সামনে থাকলেও, শুরুতেই হতাশ হতে হয়েছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার আগ্রহ থাকলেও, ক্লাবটি এখন পর্যন্ত তার প্রতি কোনো আগ্রহ দেখায়নি। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, ইউনাইটেডের বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানার ক্লাব ছাড়তে না চাওয়ার কারণেই মার্তিনেজকে নিয়ে তারা এখনো কোনো পরিকল্পনায় যাচ্ছে না।

তবে ইউনাইটেডের আগ্রহ না থাকলেও মার্তিনেজের জন্য দৌড়ে ঢুকেছে আরেক বড় ইউরোপিয়ান ক্লাব—স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ। দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, যদি অ্যাতলেটিকো এই গ্রীষ্মেই নতুন গোলরক্ষক খুঁজতে নামে, তবে মার্তিনেজ তাদের প্রথম পছন্দ হতে পারেন। সৌদি প্রো লিগের একাধিক ক্লাবও মার্তিনেজকে দলে টানতে আগ্রহী, তবে তিনি এখনই ইউরোপ ছাড়তে নারাজ। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চায় অ্যাতলেটিকো।

আপাতত মার্তিনেজের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্প্যানিশ ক্লাবটি। বিশেষ করে যদি তাদের দীর্ঘদিনের গোলকিপার ইয়ান ওবলাক দল ছাড়েন, তাহলে মার্তিনেজের দিকে হাত বাড়াতে পারে তারা। ৩২ বছর বয়সী স্লোভেনিয়ান তারকা ওবলাক বর্তমানে ক্লাব বিশ্বকাপে খেলছেন অ্যাতলেটিকোর হয়ে। তবে গত কয়েক মৌসুম ধরেই তার দল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এবারও সেই গুঞ্জন আবার জোরালো হয়েছে।

অন্যদিকে, এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু আলোচনা থাকলেও, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।

এমিলিয়ানো মার্তিনেজের পাশাপাশি অ্যাস্টন ভিলার আরও কয়েকজন খেলোয়াড়কে নিয়ে ইউরোপের একাধিক ক্লাব আগ্রহ দেখাচ্ছে। প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা মেনে চলতে গিয়ে ভিলার কিছু খেলোয়াড় বিক্রি করতে হতে পারে। এর আগে তারা গত জানুয়ারিতে কলম্বিয়ান ফরোয়ার্ড জোন ডুরানকে বিক্রি করেছে আল-নাসর ক্লাবে এবং গত গ্রীষ্মে মুসা দিয়াবিকে ছেড়ে দিয়েছে আল-ইত্তিহাদে।

সবমিলিয়ে, ইউনাইটেডের দরজা আপাতত বন্ধ থাকলেও মার্তিনেজের সামনে ইউরোপে থাকা এবং বড় ক্লাবে খেলার সম্ভাবনা এখনো জিইয়ে আছে। এখন দেখার বিষয়, অ্যাতলেটিকো মাদ্রিদ শেষ পর্যন্ত কতটা এগোয় এই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে দলে টানতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts