আইপিএলে কলকাতা ও গুজরাটের হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগে টসের সময় অদ্ভুত এক প্রশ্ন করে চমকে দিলেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। ইডেন গার্ডেন্সে টসের পর দলের কৌশল বা প্রথম একাদশ নিয়ে আলোচনা না করে, গুজরাট অধিনায়ক শুভমান গিলকে তিনি প্রশ্ন করেন তার ব্যক্তিগত জীবন নিয়ে— বিয়ে কি সামনে?
মরিসনের প্রশ্ন ছিল, “তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। সামনেই কি তোমার বিয়ে?” উত্তরে হেসে শুভমন বলেন, “না, না। তেমন কিছু নয়।” এরপর হাসিতে ফেটে পড়েন মরিসন নিজেও।
শুভমান গিল ও শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সম্পর্ক নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করা থেকে এসব জল্পনা আরও উস্কে দেয়। যদিও কখনোই তারা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। বরং সম্প্রতি দু’জন ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করায় সম্পর্ক ভাঙার গুঞ্জনও শুরু হয়েছে। এমন সময়েই মরিসনের এমন প্রশ্ন নতুন করে আলোচনার জন্ম দিল।
এদিকে মাঠের পারফরম্যান্সেও দারুণ ছন্দে আছেন শুভমান গিল। এবারের আইপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪৩.৫৭ গড় ও ১৫৩.২৭ স্ট্রাইক রেটে করেছেন ৩০৫ রান, যার মধ্যে রয়েছে তিনটি অর্ধশতক। তার দল গুজরাট টাইটান্সও দুর্দান্ত ছন্দে আছে— ১২ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে অবস্থান করছে এবং প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে।
বিয়ে নয়, আপাতত শুভমনের মনোযোগ যে ব্যাট ও বলেই, সেটাই যেন আবারও বুঝিয়ে দিলেন তিনি।