বৃষ্টির সম্ভবনা থাকায় টস জিতে ফিল্ডং নিয়েছে বাংলাদেশ যেনো উইকেটের সুবিধা কাজে লাগানো যায়। অধিনায়ক শান্তর পরিকল্পনা বাস্তবায়ন করেছেন পেসার হাসান মাহমুদ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন আব্দুল্লাহ শফিক। তবে ব্যাটের কানায় লেগে বল স্লিপে যেতেই ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ লুফে নেন জাকির হাসান। তিনে নামা শান মাসুদকে ফেরাতে বেশ কিছুক্ষণ ধরেই অফ স্টাম্পে ফেলে বল ভেতরে নেয়ার চেষ্টা করছিলেন হাসান ও শরিফুল ইসলাম।
অবশেষে তাদের দুজনের একটা লাইন ধরে বোলিং করার পরিকল্পনা কাজে দিয়েছে। শরিফুলের ভেতরে ঢোকা লেংথ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন তিনি। আম্পায়ার শুরুতে আউট না দেয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায় লিটনের গ্লাভসে যাওয়ার আগে বল শান মাসুদের ব্যাট ছুঁয়ে গেছে। পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬ রান। তারপর ৪ নাম্বারে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই ডাগআউটে ফিরতে হয় বাবরকে। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সর্বোশেষ খবর
পাকিস্তান- ২১/৩ (৮.৫ ওভার) (শান মাসুদ ৬, আব্দুল্লাহ শফিক ২, সাইম আইয়ুব ১১*)