আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ঘরের মাঠে বলিভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আবারও জয়ে ফিরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, যা তার জাতীয় দলের জার্সিতে দশম হ্যাটট্রিক।
বুধবার (১৬ অক্টোবর) বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়ায় ম্যাচটি। প্রথমার্ধ থেকেই আর্জেন্টিনা নিয়ন্ত্রণ নেয় খেলার। ১৯ মিনিটে মার্টিনেজের পাস ধরে মেসির বাঁ পায়ের ফিনিশ আর্জেন্টিনাকে এগিয়ে দেয়। এরপর ৪৩ মিনিটে মেসির পাস থেকে ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে, ৪৮ মিনিটে, ফ্রি-কিক থেকে মেসির নিখুঁত ক্রস পেয়ে বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করে গোল করেন জুলিয়ান আলভারেজ। তিন গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার দাপট অব্যাহত ছিল। ৬৫ মিনিটে বদলি নামা আলমাদা ৭০তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন। এরপর শুরু হয় মেসি শো। ৮৪ এবং ৮৬ মিনিটে দ্রুত দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঝমাঠ থেকে পালাসিওসের পাস পেয়ে প্রথম গোলটি করেন, এরপর নিকো পাজের ব্যাক পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে দ্বিতীয় গোলটি করেন মেসি।
এই বড় জয়ের মাধ্যমে আর্জেন্টিনা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে।