চলতি মাসে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও মুশফিকের জন্য টেস্ট ফরম্যাটের দরজা এখনও খোলা রয়েছে, মাহমুদউল্লাহ পুরোপুরি বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। দুই সিনিয়র ক্রিকেটারের অবসরে স্বাভাবিকভাবেই শূন্যতা তৈরি হয়েছে, তবে এটিকে বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

গতকাল (২১ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তাসকিন বলেন, ‘খেলোয়াড় হিসেবে একসময় সবারই অবসর নিতে হয়। এটি দুঃখজনক হলেও বাস্তবতা। বড় ভাইয়েরা দীর্ঘদিন ধরে দেশকে সার্ভিস দিয়েছেন। এখন আমাদের এবং পরবর্তী প্রজন্মের দায়িত্ব নিতে হবে।’

অভিজ্ঞতার শূন্যতা পূরণ করতে সময় লাগবে
দলের অভিজ্ঞতা ঘাটতি প্রসঙ্গে তাসকিন বলেন, ‘১৫-২০ বছরের অভিজ্ঞতা একদিনে পূরণ করা সম্ভব নয়, এটি সময়সাপেক্ষ ব্যাপার। তারা দীর্ঘ সময় জাতীয় দলে খেলেছেন এবং দেশকে বহু ম্যাচ জিতিয়েছেন। بطিশেষ অভিজ্ঞদের অনুপস্থিতি অবশ্যই দল অনুভব করবে। তবে আমরা যারা ১০ বছর ধরে খেলছি এবং যারা সামনে আসবে, সবাই মিলে দায়িত্ব নিলে এই পরিবর্তনকালীন সময় দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে। তাতে দলও দ্রুত ভারসাম্য ফিরে পাবে।’

নাহিদ রানাকে নিয়ে আশাবাদী তাসকিন
বাংলাদেশের পেস বিভাগে নতুন প্রতিভা হিসেবে আলো ছড়ানো নাহিদ রানাকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাসকিন। তিনি বলেন, ‘নাহিদ আমাদের জন্য দারুণ এক সম্ভাবনা, এতে কোনো সন্দেহ নেই। সে দিনদিন উন্নতি করছে এবং কঠোর পরিশ্রম করছে। যদি এই নিবেদন ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।’

দুই অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ের পর জাতীয় দল নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার ওপরই জোর দিচ্ছেন তাসকিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts