মে-জুন মাসে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই ধকল সামলে ঘরের মাঠে এবার পাকিস্তানকে ফেরাতে চায় টাইগাররা। আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ২২ ও ২৪ জুলাই, সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি জয় পেয়েছিল ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে, যেখানে দুই দলই দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছিল। তবে মূল জাতীয় দলের লড়াইয়ে সবশেষ জয় এসেছে ২০১৬ সালে। এরপর পেরিয়ে গেছে ৯ বছর, পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের কোনো জয় নেই।

মুখোমুখি পরিসংখ্যানে দাপট পাকিস্তানের
এখন পর্যন্ত দুই দল টি-টোয়েন্টি খেলেছে ২২ বার, এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৩টিতে, আর পাকিস্তান ১৯টিতে।

দুই দেশের মধ্যে এখন পর্যন্ত ৬টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হয়েছে। এর মধ্যে ৫টিই জিতেছে পাকিস্তান, আর বাংলাদেশ জয় পেয়েছে কেবল ২০১৫ সালের এক ম্যাচের সিরিজে।

পাকিস্তান টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ করেছে ২০৩ রান। তারা মোট ৪ বার দুইশ পেরোলেও, বাংলাদেশ সর্বোচ্চ করেছে ১৯৭ রান—তাও জেতা হয়নি সেই ম্যাচে।

সেরা পারফরমারদের চোখে চোখ
বাংলাদেশ দলের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান (১১ ম্যাচে ৩৬০ রান)।

পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল ব্যাটার মোহাম্মদ হাফিজ (১০ ম্যাচে ২৭৭ রান), তবে স্ট্রাইকরেট (১৯৬.২৬) ও গড় (৭০)-এ সবার ওপরে মোহাম্মদ হারিস।

বোলিংয়ে পাকিস্তানের শাদাব খান ১০ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষে, বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৯ ম্যাচে শিকার করেছেন ৮ উইকেট।

মিরপুরে বাংলাদেশের আশার আলো
তিন ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলায়। এখানেই বাংলাদেশের দুইটি টি-টোয়েন্টি জয় পাকিস্তানের বিপক্ষে। ২০১৫ সালে একমাত্র ম্যাচে ও ২০১৬ সালের এশিয়া কাপের একটি ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা। যদিও এই মাঠেই আরও পাঁচ ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানের কাছে।

সামগ্রিক পরিসংখ্যানে অনেকটা পিছিয়ে থাকলেও ঘরের মাঠে আত্মবিশ্বাস খুঁজছে বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ এবার মিরপুরেই—যেখানে ইতিহাস নতুনভাবে লেখা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts