ভারত হঠাৎ করে পাকিস্তানে হামলা চালিয়েছে। চলমান উত্তেজনার মধ্যে গতকাল মধ্যরাতে পাকিস্তানের নয়টি স্থানে আঘাত হানে ভারত। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। পাকিস্তানের গণমাধ্যম দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
এই দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়তে পারে চলমান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর ওপরও। ভারতে চলছে আইপিএল, আর পাকিস্তানে পিএসএল। এসব টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা। এরমধ্যে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন।
পিএসএলে নাহিদ রানা খেলছেন পেশোয়ার জালমির হয়ে, আর রিশাদ হোসেন আছেন লাহোর কালান্দার্সের দলে। যদিও লিগ পর্বে তাদের দলের আরও কিছু ম্যাচ বাকি আছে, তবে সামরিক উত্তেজনার প্রেক্ষিতে এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, এখন পর্যন্ত নাহিদ ও রিশাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তবে পরিস্থিতির অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, পেশোয়ার জালমির লিগ পর্বে বাকি আছে ২টি ম্যাচ এবং লাহোর কালান্দার্সের বাকি ১টি ম্যাচ। প্লে-অফ ও ফাইনালে দলগুলো খেললে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত পাকিস্তানে থাকতে হতে পারে তাদের। তবে চলমান অস্থিরতার কারণে পরিস্থিতি স্বাভাবিক না হলে আগেই দেশে ফেরানো হতে পারে দুই বাংলাদেশি ক্রিকেটারকে।