ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ঘরের মাঠে নভেম্বরে ভারতের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজটি শুরু হবে আগামী ৮ নভেম্বর। পরের তিন ম্যাচ যথাক্রমে ১০, ১৩ ও ১৫ নভেম্বর।

এই সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন দুই পেসার মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কুয়েটজে। তবে সিরিজ থেকে বাদ পড়েছেন কাগিসো রাবাদা ও লুঙি এনগিদি। এছাড়াও, দলে রাখা হয়নি আনরিখ নরকিয়া এবং তাবরাইজ শামসিকেও।

দলে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ব্যাটার হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত সফরের সাদা বলের দলে ছিলেন না এই দুই তারকা ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এইডেন মার্করাম, ওটনিল বার্টম্যান, জেরাল্ড কুয়েটজে, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশভ মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, ট্রিস্টান স্টাবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts