ব্রিজটাউনে শুরু হওয়া টেস্টের প্রথম দিনটি পুরোপুরি ছিল পেসারদের দখলে। ক্যারিবীয় দুই পেসার জাইডেন সিলস ও সামার জোসেফের বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানেই গুটিয়ে গেছে শক্তিশালী অস্ট্রেলিয়া। ৫৬.৫ ওভারে শেষ হয় অতিথিদের ইনিংস।
অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যর্থতার পরিচয় দেয় শুরুতেই। ২২ রানেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার—স্যাম কনসটাস (৩), ক্যামেরুন গ্রিন (৩) ও জস ইংলিশ (৫)। পরে উসমান খাজা (৪৭) ও ট্রাভিস হেড (৫৯) মিলে ৮৯ রানের জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তারা ফিরতেই আবার ধসে পড়ে অজিদের ইনিংস। শেষদিকে প্যাট কামিন্স ১৮ বলে ২৮ রান করে কিছুটা লড়াই করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বল করেছেন জাইডেন সিলস, ۵ উইকেট তুলে নেন মাত্র ۳৮ রানে। সামার জোসেফ নেন ৪ উইকেট এবং বাকি একটি উইকেট পান জাস্টিন গ্রেভস।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি ওয়েস্ট ইন্ডিজও। ২০ ওভারে মাত্র ৫৭ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। ওপেনিংয়ে নেমে কার্টিস কেটি করেন ২০ রান, ব্রেন্ডন কিং অপরাজিত আছেন ২৩ রানে। তার সঙ্গে ক্রিজে আছেন অধিনায়ক রোস্টন চেজ।
দিন শেষে দুই দল মিলিয়ে ১৪টি উইকেট নিয়েছেন পেসাররা, যা ব্রিজটাউন টেস্টের প্রথম দিনটিকে পেসারদের উৎসব বানিয়েছে।