চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিধ্বস্ত করে আনন্দে ভাসছে আর্জেন্টিনা। এমন ঐতিহাসিক মুহূর্তেও বাংলাদেশকে ভুললেন না আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজ। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন,

“এই জয় আপনাদেরও।”

ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত জয়
ব্রাজিলের বিপক্ষে মহারণের আগেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এই উচ্ছ্বাসেই হয়তো ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় দলটি।

৬ বছর ধরে আর্জেন্টিনাকে হারাতে না পারা ব্রাজিল এবারও বিধ্বস্ত হলো ৪-১ গোলে।

মেসি, দিবালা ও লাউতারো মার্তিনেজকে ছাড়াই মাঠে নেমে এমন জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

রাফিনিয়ার হুমকি, এঞ্জোর জবাব
ম্যাচের আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা দেন। শুধু তাই নয়, তিনি বলেন,

“আমরা আর্জেন্টিনাকে অবশ্যই হারাব, আর আমি নিজেও গোল করব।”

কিন্তু মাঠের লড়াইয়ে তার সেই বক্তব্য সম্পূর্ণ ভুল প্রমাণ করে আর্জেন্টিনা। ম্যাচের অন্যতম নায়ক এঞ্জো ফার্নান্দেজ ছিলেন দুর্দান্ত—

১২তম মিনিটে নিজে গোল করেন।

৩৭তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের অ্যাসিস্ট দেন।

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন এঞ্জো
ম্যাচ শেষে রাফিনিয়াকে খোঁচা দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এঞ্জো লেখেন,

“পরেরবার বিনয়ী থেকো, রাফিনিয়া।”

এরপর বাংলাদেশি সমর্থকদের উদ্দেশেও একটি পোস্ট করেন এঞ্জো। যেখানে নিজের উদযাপনের ছবির সঙ্গে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে লেখেন—

“এমন অবিশ্বাস্য সমর্থন ও বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।”

বাংলাদেশের প্রতি আর্জেন্টাইন তারকাদের ভালোবাসা
এঞ্জো ফার্নান্দেজ আগেও বাংলাদেশ নিয়ে পোস্ট করেছেন। শুধু তিনিই নন, মেসি, মার্টিনেজসহ অনেক আর্জেন্টাইন তারকাই জানেন বাংলাদেশি ভক্তদের নিখাদ ভালোবাসার কথা।

আর্জেন্টিনার এই জয়ে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসও প্রমাণ করে, দেশের সীমানা ছাড়িয়ে ফুটবলের ভালোবাসা সত্যিই বিশ্বজনীন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts