ব্যালন ডি’অর ইস্যুতে আবারও সমালোচনা করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল নাসরের এই পর্তুগিজ তারকা মনে করেন, চলতি মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়রকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়।

শুক্রবার দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে মিডলইস্টের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন রোনালদো। অনুষ্ঠানের আগে তিনি বলেন, “আমার মতে এবারের ব্যালন ডি’অরটা ভিনিসিয়ুস জুনিয়রেরই প্রাপ্য ছিল। তার সাথে অন্যায় হয়েছে। পারফরম্যান্স বিবেচনায় তাকেই পুরস্কারটি দেওয়া উচিত ছিল।”

ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না জিতলেও ফিফা দ্য বেস্ট এবং গ্লোব সকার অ্যাওয়ার্ডে তার অর্জন কম নয়। দুবাইয়ে তিনি মৌসুমের সেরা ফরোয়ার্ড এবং বর্ষসেরা ফুটবলারের দুটি পুরস্কার জিতেছেন। রোনালদোর মন্তব্যের বিষয়ে ভিনিসিয়ুস বলেন, “যদি রোনালদো মনে করেন আমি বিশ্বসেরা, তাহলে আমিই বিশ্বসেরা।”

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি শিরোপা জয় করা ভিনিসিয়ুস তার অর্জনকে দলের সবাইকে উৎসর্গ করে বলেন, “এই ধরনের ব্যক্তিগত পুরস্কার প্রমাণ করে আমি সঠিক পথেই আছি। আমার স্বপ্ন পূরণে সাহায্য করার জন্য রিয়াল মাদ্রিদ, ফ্লামেঙ্গো, ব্রাজিল জাতীয় দল, সতীর্থ এবং কোচদের প্রতি কৃতজ্ঞ।”

ব্যালন ডি’অর নিয়ে রোনালদোর প্রকাশ্য সমালোচনা এবং ভিনিসিয়ুসের অর্জন নিয়ে আলোচনা বিশ্ব ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts