টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। লাল বলের ক্রিকেটে পাত্তা না পাওয়া বাংলাদেশ রঙ ছড়াতে পারেনি রঙিন পোশাকেও। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের পাত্তাই দেয়নি সূর্যকুমার যাদবের দল। ৮৬ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ভারত।

বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন নিতিশ রেড্ডি। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত- ২২১/৯ (২০ ওভার) (স্যামসন ১০, অভিষেক ১৫, সূর্যকুমার ৮, রেড্ডি ৭৪, রিঙ্কু ৫৩, হার্দিক ৩২; রিশাদ ৩/৫৫, তাসকিন ২/১৬, তানজিম ২/৫০, মুস্তাফিজ ২/৩৬)

বাংলাদেশ- ১৩৫/৯ (২০ ওভার) (ইমন ১৬, লিটন ১৪, শান্ত ১১, হৃদয় ২, মিরাজ ১৬, মাহমুদউল্লাহ ৪১; রেড্ডি ২/২৩, বরুণ ২/১৯)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts