শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। দলীয় পারফরম্যান্স হতাশাজনক হলেও কিছু ক্রিকেটার ব্যক্তিগত নৈপুণ্যে নজর কেড়েছেন। এরই প্রভাব পড়েছে আইসিসির সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে।

সিরিজে ধারাবাহিকভাবে রান করে আলো ছড়িয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক।

প্রথম ম্যাচে ৬৪ বলে ৫১

দ্বিতীয় ম্যাচে ২৪

তৃতীয় ম্যাচে করেন ২৭ রান।

এই পারফরম্যান্সে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ লাফিয়ে উঠে ৫৯ নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের।

অন্যদিকে, শেষ দুই ম্যাচে টানা ফিফটি হাঁকানো তাওহিদ হৃদয়ও পেয়েছেন উন্নতির স্বীকৃতি। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে করেছেন ৫১ রান করে। তার র‍্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে।
আর তানজিদ হাসান তামিম, যিনি প্রথম ম্যাচে খেলেছিলেন ৬১ বলে ৬২ রানের ঝলমলে ইনিংস, র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৯ ধাপ, বর্তমানে তার অবস্থান ৮৫ নম্বরে।

তবে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন দলের অভিজ্ঞ দুই ব্যাটার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।

লিটন পিছিয়েছেন ৮ ধাপ, এখন ৭৮ নম্বরে।

শান্ত পিছিয়েছেন ৬ ধাপ, অবস্থান ৩৪ নম্বরে।

বোলারদের তালিকায় সবচেয়ে বড় অগ্রগতি তানজিম হাসান সাকিবের।
সিরিজে ৬ উইকেট নেওয়া এই তরুণ পেসার এগিয়েছেন ১৮ ধাপ, এখন তার অবস্থান ৯২ নম্বরে।

এছাড়া,

তাসকিন আহমেদ দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন।

তবে মুস্তাফিজুর রহমান পিছিয়েছেন ১১ ধাপ, এখন ৪৬ নম্বরে।

সিরিজে দলীয় পারফরম্যান্স আশানুরূপ না হলেও তরুণদের উন্নতি কিছুটা স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts