ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে যখন প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বল গালির ওপর দিয়ে চার মেরে দেন আকাশ দীপ, তখন ড্রেসিংরুমে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীর। আকাশ দীপের সেই চারেই নিশ্চিত হয়ে যায়, ভারত এই ম্যাচে হারছে না। যদিও পুরো ম্যাচে আধিপত্য দেখানো অস্ট্রেলিয়া জয়ের আশায় ছিল।
পঞ্চম দিনের শুরুতে ৭ উইকেটে ৮৯ রান করে ইনিংস ঘোষণা করেন প্যাট কামিন্স। ৩০৬ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট করতে নামেন যশস্বী জয়সাওয়াল ও লোকেশ রাহুল। তবে মাত্র ১৩ বলের মধ্যেই খেলা থেমে যায় বৃষ্টির কারণে।
বৃষ্টির কাছে হার মানল টেস্ট ম্যাচ
বৃষ্টির বাধা পুরো টেস্টকে আচ্ছন্ন করে রেখেছিল। প্রথম দিনের প্রায় পুরো সময় ভেসে যায় বৃষ্টিতে। পরের তিন দিনেও বৃষ্টি থেমে থেমে খেলা ব্যাহত করে। পঞ্চম দিনেও দু’বার খেলা থেমে যায়। শেষ পর্যন্ত এক সেশন বাকি থাকতেই ম্যাচ ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
অধরা থাকল দুই দলের জয়
ভারতের জয় পাওয়া কঠিন ছিল, তবে ১২ পয়েন্টের পূর্ণ স্বাদ পায়নি অস্ট্রেলিয়াও। টেস্টটি ড্র হওয়ায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই দলের পয়েন্ট ভাগাভাগি হয়।
সিরিজে সমতা
বোর্ডার-গাভাস্কার ট্রফির তিন টেস্ট শেষে দুই দলই সমতায় আছে ১-১। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে বিজয়ী দলই ট্রফি নিশ্চিত করবে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস ৪০০/৯ ডিক্লেয়ার
ভারত: প্রথম ইনিংস ৩১৮
অস্ট্রেলিয়া: দ্বিতীয় ইনিংস ৮৯/৭ ডিক্লেয়ার
ভারত: দ্বিতীয় ইনিংস ০/০ (১৩ বল)
ফলাফল: ম্যাচ ড্র।