নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচেই ব্যাট হাতে ইতিহাস গড়েছে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দল। যা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রাম।
বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান থাইল্যান্ডের অধিনায়ক নারুয়েমল চাওয়াই। শুরুটা যদিও প্রত্যাশামতো হয়নি, মাত্র ১৫ রানে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা। ওয়ানডে অভিষেক হওয়া ইসমা তানজিম ১৩ বল খেলে করেন মাত্র ৮ রান।
এরপর ফারজানা হক ও শারমিন আক্তারের দ্বিতীয় উইকেট জুটিতে আসে শতরানের পার্টনারশিপ। ৮২ বলে ৫৩ রান করে আউট হন ফারজানা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে আরও বড় জুটি গড়েন শারমিন। এই জুটিতে আসে ১৩৮ রানের মূল্যবান অবদান।
নিগার জ্যোতির জন্য দিনটি ছিল স্মরণীয়। ওয়ানডে ক্যারিয়ারে ৫৩ ম্যাচ পর অবশেষে পেলেন নিজের প্রথম শতক। মাত্র ৭৮ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রান করে গড়েছেন বাংলাদেশের হয়ে দ্রুততম শতকের রেকর্ডও। ইনিংসের শেষ বলে আউট হলেও দলের বড় সংগ্রহ নিশ্চিত করে গেছেন টাইগ্রেস অধিনায়ক।
অন্যদিকে শারমিন আক্তার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৬ বলে ৯৪ রান করে। নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৭১ রান।
এ জয়ে উজ্জীবিত হয়ে টাইগ্রেসরা এখন তাকিয়ে পরবর্তী ম্যাচগুলোর দিকে। ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর স্কটল্যান্ড (১৫ এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল) এবং স্বাগতিক পাকিস্তানের (১৯ এপ্রিল) মুখোমুখি হবে বাংলাদেশ দল।