টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ২ জুন থেকে। বিশ্বকাপ খেলা উপস্থাপনের জন্য থাকে দেশ বিদেশের বিখ্যাত সকল ধারাভাষ্যকারা। শুক্রবার এক বিবৃতিতে আইসিসি ধারাভাষ্যকারদের একটি তালিকা প্রকাশ করেছে। কিন্তু সেই ধারাভষ্যকারদের মধ্যে বাংলাদেশি কোন ব্যক্তি আছে কি? সেই প্রশ্নের উত্তরে হ্যাঁ। সেই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন আতাহার আলী খান।

এ ছাড়া পুরো ধারাভাষ্য প্যানেলে দেখা গেছে তারকার মেলা। টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপজয়ী সাবেক ১৫ ক্রিকেটারসহ বিশ্বকাপের ধারাবিবরণীর তালিকায় রয়েছেন ৪১ জন।

বিশ্ব ক্রিকেটের বড় সব নাম ও ধারাভাষ্যে জনপ্রিয় মুখগুলোকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব দেখা যাবে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা আসরের ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের নয়টি ভেন্যুতে। বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলের নেতৃত্বে থাকছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপরা।

আধুনিক ক্রিকেটের এই টুর্নামেন্ট আর সূক্ষভাবে বিশ্লেষণে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা ধারাভাষ্য দেবেন এবার। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপজয়ী তারকাদের মধ্যে আছেন– দীনেশ কার্তিক, ইবোনি রেইনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বাদ্রি, কার্লোস ব্রাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ ও লিসা স্তালেকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts