বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছে দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। তবে মাঠের ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকা এবং সাম্প্রতিক সময়ের ফিটনেস ঘাটতির কারণে তার বিপিএল খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সিলেট স্ট্রাইকার্স ২৮ ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করলেও মাশরাফি এখনও দলের সঙ্গে যোগ দেননি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন তিনি। এরপর থেকে মাঠের বাইরে থাকা মাশরাফি অনুশীলন কিংবা ফিটনেস নিয়ে কাজ করেননি।

সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ একেএম মাহমুদ ইমন জানান, “মাশরাফি আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। ফিটনেসের অবস্থা এবং পরিস্থিতি নির্ভর করছে তার খেলায় অংশগ্রহণের ওপর। যদি তিনি ফিট থাকেন এবং খেলার জন্য প্রস্তুত হন, আমরা অবশ্যই তাকে স্কোয়াডে রাখব।”

মাশরাফির ফিটনেস নিয়ে নিয়মিত যোগাযোগ চলছে বলেও জানান ইমন। তিনি বলেন, “ফিটনেস নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতি গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণে হুট করেই খেলার মতো ফিটনেস পাওয়া সহজ নয়।”

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মাশরাফির জন্য অপেক্ষা করা হবে। যদি সেই সময়ের মধ্যে তিনি ফিটনেস ফিরে না পান, তাহলে তার জায়গায় নতুন খেলোয়াড় নেওয়া হবে। ইমন বলেন, “আমরা ওর জন্য অপেক্ষা করব। তবে নির্দিষ্ট সময় পার হলে ওর জায়গায় অন্য খেলোয়াড়কে বিবেচনা করব।”

মাশরাফি কি বিপিএলে মাঠে ফিরতে পারবেন, নাকি সিলেটকে নতুন সিদ্ধান্ত নিতে হবে, তা সময়ই বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts