নতুন এক অভিজ্ঞতার দিকেই পা বাড়াচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পেয়ে সাড়া দিয়েছেন তিনি, আর তাতে মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সঙ্কেতও। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ পর্বেই লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে নামবেন মিরাজ।
সোমবার (১৯ মে) দুপুরে বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশগ্রহণের জন্য মেহেদি হাসান মিরাজকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। এর আগে সকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকেও মিরাজের এনওসি আবেদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
ধারণা করা হচ্ছে, জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হতে পারেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে রাজা শিগগিরই পিএসএল ছাড়ছেন। সেই শূন্যস্থান পূরণেই মিরাজের প্রতি আগ্রহ দেখিয়েছে লাহোর কালান্দার্স।
যদিও মিরাজকে মাত্র চার দিনের জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি, তবে সেটাই যথেষ্ট হতে পারে প্লে-অফ পর্বের জন্য। ২২ মে লাহোর খেলবে এলিমিনেটর ম্যাচ, সেখানে জিতলে ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে তারা। এরপর ফাইনাল ম্যাচ রয়েছে ২৫ মে। ফলে, পুরো প্লে-অফ পর্বেই মিরাজ লাহোরের হয়ে মাঠে থাকতে পারবেন।
বিদেশি লিগে এটিই হতে যাচ্ছে মেহেদি হাসান মিরাজের অভিষেক, আর সেটা এমন একটি মঞ্চে যেখানে প্রতিযোগিতা ও উত্তেজনা থাকে চূড়ান্ত পর্যায়ে।