বোর্ডার-গাভাস্কার সিরিজের বক্সিং ডে টেস্টে ভারত ও অস্ট্রেলিয়ার উত্তেজনাপূর্ণ লড়াই শেষ হলেও বিতর্কের রেশ থেকে যায়। ম্যাচের শেষ দিনে ভারতের যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে বাংলাদেশি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিতর্কিত আউটের ঘটনা
প্যাট কামিন্সের বাউন্সার বলে ফাইন লেগে শট খেলতে গিয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন জয়সওয়াল। ফিল্ড আম্পায়ার নট-আউট দিলেও অস্ট্রেলিয়া রিভিউ নেয়। রিপ্লে তে বলের গতিপথ পরিবর্তন দেখা গেলেও স্নিকোমিটারে কোনো স্পাইক ধরা পড়েনি। এরপর শরফুদ্দৌলা বলের গতি পরিবর্তনের ওপর নির্ভর করে আউটের সিদ্ধান্ত দেন।
এই সিদ্ধান্তকে ঘিরে প্রথমে বিতর্ক শুরু হলেও সাবেক ক্রিকেটার রিকি পন্টিং, রবি শাস্ত্রী এবং আম্পায়ার সাইমন টফেল সৈকতের সিদ্ধান্তকে সঠিক বলেছেন। জয়সওয়াল নিজেও স্বীকার করেছেন, ‘স্নিকোমিটারে স্পাইক দেখা না গেলেও বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তাই মনে হয় বল কিছু একটা স্পর্শ করেছিল।’
ভারতীয় ইনিংসের ধস
জয়সওয়ালের আউটের পর ভারতের ইনিংস ধসে পড়ে। আকাশ দীপ ও জাসপ্রীত বুমরাহরা প্রতিরোধ গড়তে ব্যর্থ হন। আকাশ দীপের আউটেও অন-ফিল্ড আম্পায়ার নট-আউট দিলেও রিভিউতে সৈকতের সিদ্ধান্তে আউট হয়ে যান। ১০ ওভার বাকি থাকতেই ভারত তাদের ইনিংস শেষ করে।
সিরিজের ফলাফল ও ভবিষ্যৎ
এই জয়ে চলমান সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট পার্থে হারার পর অ্যাডিলেড এবং মেলবোর্ন টেস্ট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। সিরিজের শেষ ম্যাচ হবে সিডনিতে। ভারত এই টেস্ট হারলে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে।
বিতর্কের মধ্যেই শরফুদ্দৌলার নিরপেক্ষতার প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশ্লেষক, যা বাংলাদেশের আম্পায়ারদের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে।