বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সিগুলোর একটি—১০ নম্বর—এবার উঠেছে তরুণ তারকা লামিন ইয়ামালের কাঁধে। ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির স্মৃতিতে জড়ানো এই জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে এই স্প্যানিশ কিশোর ফুটবলারের হাতে।

বুধবার এক বিশেষ আয়োজনে বার্সেলোনা ক্লাব ইয়ামালের নতুন ১০ নম্বর জার্সি উন্মোচন করে। একই অনুষ্ঠানে ক্লাব জানায়, ইয়ামালের সঙ্গে নতুন করে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে।

মাত্র কয়েকদিন আগেই ১৮ বছর পূর্ণ করেছেন ইয়ামাল। এর কিছুদিনের মধ্যেই এমন সম্মান পাওয়াকে নিজের জন্য বিশাল অর্জন বলেই মনে করছেন তিনি। মেসির বিদায়ের পর ২০২১ সালে ১০ নম্বর জার্সিটি প্রথম পেয়েছিলেন আনসু ফাতি। তবে ইনজুরি ও ধারাবাহিকতার অভাবে নিজেকে প্রমাণ করতে না পারায় সম্প্রতি তিনি ধারে ফরাসি ক্লাব এএস মোনাকোতে যোগ দিয়েছেন। সেই ফাঁকা জায়গায় এবার জায়গা করে নিলেন ইয়ামাল।

নিজ অনুভূতি জানিয়ে ইয়ামাল বলেন,
“আমি যখন ছোট ছিলাম, তখন স্বপ্ন দেখতাম বার্সেলোনার হয়ে খেলার, আর ১০ নম্বর জার্সি পরার। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটি শিশুর কাছেই এটি এক স্বপ্ন। মেসি তার পথ তৈরি করেছেন, আর আমি তৈরি করব আমার পথ।”

ইয়ামাল এরই মধ্যে বার্সেলোনার জার্সিতে ১০৬টি ম্যাচ খেলে ফেলেছেন এবং করেছেন ২৫টি গোল। তার অর্জনের ঝুলিতে রয়েছে দুটি লা লিগা শিরোপা, একটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ। ক্লাবের পাশাপাশি স্পেন জাতীয় দলের হয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভবিষ্যতের তারকা হিসেবে।

১০ নম্বর জার্সি পাওয়ার মাধ্যমে ইয়ামাল যুক্ত হলেন সেইসব কিংবদন্তিদের তালিকায়, যারা বার্সায় এই জার্সি পরে ইতিহাস গড়েছেন—মেসি, রোনালদিনহো, রিভালদো, রোমারিও ও দিয়েগো ম্যারাডোনার মতো তারকাদের কাতারে এখন ইয়ামালের নামও উচ্চারিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts