শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। একদিকে জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স, অন্যদিকে সেই একই দিনে আলোচনায় উঠে এসেছেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজের অভিষেকেই ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছেন তিনি।
দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামেন সাকিব। প্রতিপক্ষ সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে তার অলরাউন্ড নৈপুণ্যেই ২২ রানের জয় পায় দলটি। ব্যাট হাতে তিনি খেলেন ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস, আর বোলিংয়ে মাত্র ১৩ রানে তুলে নেন ৪ উইকেট।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন,
“দলে সুযোগ পাওয়াটা হঠাৎ করে হয়েছিল। শেষ মুহূর্তে একজন খেলোয়াড় চোটে পড়লে আমাকে ডাকা হয়। দুবাই ক্যাপিটালসের অংশ হতে পেরে আমি গর্বিত।”
ক্যারিবিয়ানে দীর্ঘ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন,
“২০০৭ সাল থেকে আমি এখানে খেলছি। এটি আমার দ্বিতীয় ঘরের মতো। কন্ডিশন, পিচ সবকিছুই ভালো করে জানা। অ্যামাজনে খেলা আমাকে সাহায্য করেছে। বল ও ব্যাটে যেভাবে অবদান রাখতে পেরেছি, তাতে খুশি।”
গায়ানার চেনা কন্ডিশনে খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রসঙ্গে সাকিব বলেন,
“দু’দিকেই (ব্যাট-বল) অবদান রাখা জরুরি ছিল। এক প্রান্তে উইকেট পড়ছিল, তাই আমার উইকেটে থাকা জরুরি ছিল। আমরা ১৬০-এর বেশি রান করেছি, যা এখানে ডিফেন্ড করার মতো স্কোর। ছোট টুর্নামেন্ট, তাই শুরুটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি এখান থেকে আরও এগিয়ে যাব।”
তবে মাঠের বাইরের প্রসঙ্গেও তিনি রয়েছেন আলোচনায়। সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। কিন্তু ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর থেকে তিনি দেশে ফেরেননি। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ বর্তমানে বিচারাধীন রয়েছে।