বাংলাদেশ নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় বিকেল পাঁচটায় ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে। সফরের শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কিছুটা অবসর সময় পেয়েছিলেন ফুটবলাররা। এই সময়ের মধ্যেই তাঁরা ঘুরে দেখেছেন ইয়াঙ্গুনের ঐতিহাসিক প্যাগোডা এবং অতিথি হয়েছেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেনের বাসভবনে।
মিয়ানমার মূলত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ইয়াঙ্গুন শহর বিভিন্ন ঐতিহাসিক প্যাগোডার জন্য সুপরিচিত। অনেক পর্যটকের মতোই বাংলাদেশ নারী দলও এই স্থাপনাগুলো ঘুরে দেখেছে। দলের কয়েকজন বৌদ্ধ ধর্মাবলম্বী ফুটবলার সেখানে গিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন।
প্যাগোডা পরিদর্শনের পর বাংলাদেশ দল রাষ্ট্রদূতের বাসায় আতিথ্য গ্রহণ করে। গতকাল ম্যাচ শেষে রাষ্ট্রদূতের পক্ষ থেকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানানো হয়েছিল পুরো দলের জন্য। বাংলাদেশ কন্টিনজেন্ট আন্তরিকভাবে এই আমন্ত্রণ গ্রহণ করে এবং রাষ্ট্রদূতের আতিথেয়তায় সন্তুষ্টি প্রকাশ করে।
মিয়ানমারে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা খুব কম হলেও ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশের প্রতিটি ম্যাচে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবাসীরা দলকে একদিন নিজেদের আয়োজনে আপ্যায়নের ইচ্ছা প্রকাশ করলেও দলের টানা খেলা ও অনুশীলনের ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। এরপরও এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করে দল দেশে ফিরছে, এতেই সন্তুষ্টি প্রকাশ করেছেন মিয়ানমারে অবস্থানরত বাংলাদেশিরা।
এশিয়া কাপ নিশ্চিত করার আনন্দ নিয়েই এবার দেশে ফিরছে নারী ফুটবল দল।