বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসারদের দায়িত্ব এখন থেকে সামলাবেন অস্ট্রেলিয়ান সাবেক গতিতারকা শন টেইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। ৪২ বছর বয়সী টেইট চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ দলে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।
বাংলাদেশ দলে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত টেইট জানালেন, এটি দারুণ এক সময় টাইগারদের সঙ্গে কাজ শুরু করার জন্য। সাম্প্রতিক সময়ের ধারাবাহিক উন্নতি এবং দলে একঝাঁক তরুণ পেসার থাকা তাকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।
টেইট বলেন, ‘ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। এটা অনেকবারই বলা হয়েছে সম্প্রতি—দলে অনেক তরুণ পেসার আছে, যা সত্যিই চমৎকার।’
বাংলাদেশের পরিবেশ ও ক্রিকেট সংস্কৃতি টেইটের জন্য একেবারে নতুন নয়। আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাজ করেছেন তিনি, ফলে অনেক ক্রিকেটার ও স্থানীয় কাঠামোর সঙ্গে তার পরিচয় রয়েছে।
টেইট আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, এখানে ফলাফলই মুখ্য। আমি জানি সবাই জয় চায়, আমিও তাই চাই। পেসারদের উন্নতির মাধ্যমে যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’
টেইটের অভিজ্ঞতা ও আগ্রহ তরুণ বোলারদের নিয়ে কাজ করার প্রতি, বাংলাদেশ দলের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশাবাদী বিসিবি।