বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘদিনের নির্বাচক হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর এখনও তার স্থলাভিষিক্ত করা হয়নি। হান্নান সরকার প্রায় ৮ বছর ৮ মাস নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বয়সভিত্তিক ক্রিকেটের পর সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক ছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরে দাঁড়ান।
নির্বাচকের দায়িত্ব ছাড়লেও ক্রিকেট থেকে একেবারে দূরে সরে যাননি হান্নান। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাধ্যমে তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেছেন এবং আবাহনীর কোচ হিসেবে প্রথম আসরেই দলকে শিরোপা এনে দিয়েছেন।
হান্নান সরকারের পদত্যাগের পর থেকে বিসিবি নতুন কাউকে নিয়োগ না দিলেও গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক রাজ গত তিন মাস ধরে যুগ্মভাবে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন।
তবে এবার নির্বাচক প্যানেলে নতুন একজনকে যুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। যদিও এখনো চূড়ান্তভাবে কার নাম ঘোষণা করা হয়নি, তবে আলোচনায় রয়েছেন একাধিক প্রার্থী। তাদের মধ্যে এগিয়ে আছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পান কে।