বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে খেলতে পারেননি গোড়ালির চোটের কারণে। সিরিজ শুরুর আগেই ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যান তিনি। পরে ইংল্যান্ডে গিয়ে তিনজন ক্রীড়া বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এই টাইগার পেসার।
চোটের তালিকায় আছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আঙুলের চোটে ভুগছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস, যিনি বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন স্পিনার আলিস আল ইসলাম।
চলমান ইনজুরি, চোট এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়গুলো আরও কার্যকরভাবে পরিচালনা করতে নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটি হলো “অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম”—একটি আধুনিক ডেটা বেইজ সিস্টেম, যার মাধ্যমে খেলোয়াড়দের ইনজুরি ও ফিটনেস সম্পর্কিত সব তথ্য সংরক্ষণ করা হবে।
এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির বর্তমান কর্মকর্তা নাসির আহমেদ নাসু। তিনি জানান, এই সিস্টেমে থাকবে একটি অ্যাপ, যেখানে খেলোয়াড়দের ফিজিও ও চিকিৎসকদের রিপোর্টসহ বিস্তারিত সব তথ্য পাওয়া যাবে। খেলোয়াড়ের কোন অংশে চোট, কতদিন ধরে ইনজুরিতে আছেন, এবং তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট—সবকিছুই থাকবে এক জায়গায়।
নাসু জানান, ‘এটা হচ্ছে অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে খেলোয়াড়দের সব তথ্য থাকবে ডেটা আকারে। আমি নিজে বিষয়টি তদারকি করছি। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।’