চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের তিন সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় দিনে মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারায় এবং তৃতীয় দিনে ১৫৯ রানে অলআউট হয়। ফলে ফলো অনে পড়ে আবারও ব্যাট করতে নামে স্বাগতিকরা।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস: ৭৮/৭ (২৯ ওভার)
ফলো অনে খেলতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ ওভারেই সাদমান ইসলাম আউট হন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনার জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়ও দ্রুত সাজঘরে ফেরেন। তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে আরও কয়েকটি উইকেট হারায় স্বাগতিকরা, যেখানে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও ব্যর্থ হন।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা
টনি ডি জর্জি ও ট্রিস্তান স্টাবসের সেঞ্চুরি এবং সেনুরান মুথুসামি ও ওয়িয়ান মুল্ডারের অপরাজিত ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে। তাইজুল ইসলাম ছিলেন বাংলাদেশের পক্ষে একমাত্র সফল বোলার, যিনি নিয়েছেন ৫ উইকেট।

বাংলাদেশের প্রথম ইনিংস: ১৫৯ অলআউট
প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন মুমিনুল হক। শুরুতে আট উইকেট হারানোর পর মুমিনুল ও তাইজুলের নবম উইকেটে ১০৩ রানের জুটি বাংলাদেশকে কিছুটা এগিয়ে নেয়, যা বিরল এক রেকর্ড সৃষ্টি করেছে। পঞ্চাশ রানের নিচে আট উইকেট হারানোর পর নবম উইকেটে শতরানের জুটি তোলার এমন কীর্তি এটিই প্রথম।

দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে বড় ধাক্কা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts