ফিফা মার্চ উইন্ডোতে জয় দিয়ে শুরু করেছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া এই দুই দল আগামী বুধবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল শিবির।

ইতোমধ্যে গোলরক্ষক এডারসন মোরায়েস চোটের কারণে ছিটকে গিয়েছিলেন, এবার সেই তালিকায় যোগ হলেন প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকার।

ব্রাজিল শিবিরে চোটের ধাক্কা
শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে ৭১ মিনিটে ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান অ্যালিসন, যার ফলে তাকে মাঠ ছাড়তে হয়। তার জায়গায় খেলতে নামেন ম্যাথিয়াস বেন্তো। তবে গুরুতর চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে অ্যালিসনের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে।

এদিকে, ম্যাচের ২৮তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার গার্সন। এছাড়া হলুদ কার্ডের কারণে পরের ম্যাচে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। ফলে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে দলে চারটি পরিবর্তন আনতে হয়েছে।

বদলিদের তালিকা
ব্রাজিল দলে নতুন করে ডাক পেয়েছেন—
✅ গোলরক্ষক: ওয়েভারটন
✅ মিডফিল্ডার: জোয়াও গোমেজ, এডারসন
✅ ডিফেন্ডার: ভেরালদো

ইতোমধ্যেই নেইমার জুনিয়র, দানিলো ও এডারসন চোটের কারণে বিশ্বকাপ বাছাই স্কোয়াড থেকে ছিটকে গেছেন। এছাড়া এডার মিলিটাও ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও ইনজুরির কারণে দলের বাইরে।

পয়েন্ট টেবিলে অবস্থান
কলম্বিয়াকে হারিয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল উঠে এসেছিল দুই নম্বরে। তবে আজ ইকুয়েডর ভেনেজুয়েলাকে হারিয়ে ব্রাজিলকে নামিয়ে দিয়েছে তিন নম্বরে (২২ পয়েন্ট)।

অন্যদিকে, ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সেলেসাওদের হারাতে পারলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের।

গতকাল উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে লিওনেল স্কালোনির দল। এখন ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts