পাকিস্তানের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল মুলতানে। নিজেদের মাঠে টেস্ট জয়ের জন্য দীর্ঘদিন ধরে হাহাকার করছিল তারা। এমনকি বাংলাদেশকেও সিরিজে ধবলধোলাই হতে হয়েছিল পাকিস্তানে। অবশেষে ঘরের মাঠে সেই জয়হীন সময়ের ইতি ঘটল। মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে দীর্ঘ ৪৪ মাস পর ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল পাকিস্তান। এর আগে ২০২1 সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ঘরের মাঠে টেস্ট জিতেছিল তারা।

শুক্রবার (১৮ অক্টোবর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড ২ উইকেটে ৩৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। জয় পেতে তাদের দরকার ছিল ২৬১ রান, আর পাকিস্তানের দরকার ছিল ৮ উইকেট। দিনের দ্বিতীয় ওভারেই সাজিদ খান ওলি পোপকে ২২ রানে ফিরিয়ে পাকিস্তানের জয়যাত্রা শুরু করেন।

এরপর নোমান আলী একাই ইংল্যান্ডের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন। জো রুট ও হ্যারি ব্রুককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি, যারা রিভিউ নিলেও সফল হয়নি। চার ওভারের মধ্যে এই দুই ব্যাটার সাজঘরে ফেরেন। জেমি স্মিথ অধৈর্য হয়ে নোমানকে স্লগ সুইপ করতে গিয়ে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

১০ বলে ৬ রান করা স্মিথ ফিরলে ২২ ওভারে ইংল্যান্ডের স্কোর হয় ৬ উইকেটে ৮৮ রান। এরপরও জয়ের সম্ভাবনা নিয়ে লড়াই চালায় ইংল্যান্ড। সপ্তম উইকেটে বেন স্টোকস ও ব্রাইডন কার্স ৩২ বলে ৩৭ রানের একটি জুটি গড়েন। তবে নোমানের ঘূর্ণিতে স্টোকস আউট হলে ইংল্যান্ডের সংগ্রাম ভেঙে পড়ে। ব্রাইডন কার্স ৩ ছক্কায় ২৭ রান করেন, কিন্তু স্লিপে তার ক্যাচ নেন আগা সালমান।

শেষে জ্যাক লিচ ও বশিরকে পরপর দুই বলে আউট করে নোমান আলী ইংল্যান্ডকে ৩৩.৩ ওভারে অলআউট করেন। নোমান ৪৬ রানে ৮ উইকেট নেন, আর সাজিদ খান নেন ২ উইকেট। দুই ইনিংস মিলিয়ে সাজিদ-নোমান জুটি ২০ উইকেটই শিকার করেন, যা টেস্ট ইতিহাসে বিরল ঘটনা।

সিরিজ নির্ধারণী টেস্ট অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts