নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। লাল-সবুজের মেয়েদের পক্ষে তহুরা খাতুন করেছেন হ্যাটট্রিক, অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেন, আর ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভীন বাকি দুটি গোল করেন।
রোববার (২৭ অক্টোবর) নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। সপ্তম মিনিটেই ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত গোলের মাধ্যমে এগিয়ে যায় বাংলাদেশ। সাগরিকার পাস থেকে বল পান তহুরা, যিনি তা পাঠান ঋতুপর্ণার কাছে, আর তিনি বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন।
১৪ মিনিটে শিউলির পাস থেকে তহুরা বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন, আর ২৫ মিনিটে সাবিনা খাতুনের প্রথম গোলটি আসে মনিকার পাস থেকে। প্রথমার্ধেই বাংলাদেশ আরও দুটি গোল করে; তহুরা ৩৪ মিনিটে আরেকটি গোল করেন, এবং দুই মিনিট পরই সাবিনা নিজের দ্বিতীয় গোলটি করেন। ভুটান ৪০ মিনিটে দেকি হাজমের গোলে ব্যবধান কমায়।
৫-১ ব্যবধানে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা, আর ৭২ মিনিটে মাসুরার হেডে সপ্তম গোলটি করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
উল্লেখ্য, আগের সাফ চ্যাম্পিয়নশিপে একই স্টেডিয়ামে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এবারও প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দিল লাল-সবুজের মেয়েরা, ফাইনালে পৌঁছে।