ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং ব্যার্থতায় বাংলাদেশ। শুরুতেই টসে হেরে ব্যাট করতে নেমে লিটন ও ইমনের উইকেট হারায় বাংলাদেশ লিটন ব্যক্তিগত ৪ এবং ইমন ৮ রানে আউট হয়ে পেভিলিওনে ফেরেন তার পর শান্ত ও হৃদয় ম্যাচে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্ত হৃদয় ১২ রান করে আউট হওয়ার পর পরই বাংলাদেশের উইকেটে ধস নামে।
যদিও ম্যাচের এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন নাজমুল হাসেন শান্ত তাতেও কোনো লাভ হয়নি শেষদিকে মেহেদী মিরাজের করা অপরাজিত ৩৫ রানের উপর ভিত্তি করে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ – ১২৭/১০ (১৯.৫ ওভার) (লিটন ৪, ইমন ৮, শান্ত ২৭, হৃদয় ১২, জাকের ৮, মাহমুদউল্লাহ ১, মিরাজ ৩৫*, রিশাদ ১১)