বাবর আজমের সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনা বাড়ছে। শেষ ১৮ টেস্ট ইনিংসে ফিফটি না পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন তিনি। বাবরের এমন বাদ পড়া মেনে নিতে পারেননি পাকিস্তানের সীমিত ওভারের নিয়মিত ব্যাটার ফখর জামান।
বাবরের প্রতি সমর্থন জানিয়ে ফখর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সমালোচনা করে একটি পোস্ট দেন, যা পিসিবির পছন্দ হয়নি। ফলে ১৫ অক্টোবর তাকে শোকজ করা হয়। ফখরকে ৭ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
৩৪ বছর বয়সী ফখর তার জবাবে পিসিবির প্রতি সম্মান জানিয়ে বলেন, “বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম, তাই মত প্রকাশ করতে বাধ্য হয়েছি। আমি বিশ্বাস করি, কঠিন সময়েও বাবরের দলে থাকা উচিত। একজন সতীর্থ হিসেবে এটা বলা পিসিবির কেন্দ্রীয় চুক্তিরই প্রতিফলন। আমরা পিসিবিকে সম্মান জানাই।”
শুধু বাবর নয়, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদিকেও বাদ দেওয়া হয়। বাবরের বাদ পড়ার পর ফখর পোস্টে উল্লেখ করেন, “বাবরের বাদ পড়ার খবর শুনে উদ্বিগ্ন। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত বিরাট কোহলির কঠিন সময়েও তাকে বেঞ্চে রাখেনি ভারত। অথচ আমরা আমাদের সেরা ব্যাটারকে বসানোর কথা ভাবছি, যা দলের মধ্যে নেতিবাচক বার্তা দেয়।”