পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বিষয়টি পিএসএলের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে। আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএলের ১০ম আসর।
আইপিএলে নিয়মিত মুখ হলেও এবার মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থাকলেও তাকে দলে ভেড়ায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এই সুযোগে পিএসএলে খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
এর আগে মুস্তাফিজ পিএসএলে খেলেছিলেন ২০১৭-১৮ মৌসুমে, লাহোর কালান্দার্সের হয়ে। পাঁচ ম্যাচে তার বোলিং ইকোনমি ছিল মাত্র ৬.৪৩, যেখানে শিকার করেছিলেন চারটি উইকেট। আইপিএল, বিপিএল, এলপিএল এবং ভাইটালিটি ব্লাস্টসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই পেসারের।
পিএসএলের এবারের আসর শুরু হবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।
ড্রাফটে মুস্তাফিজের পাশাপাশি নাম লিখিয়েছেন আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা এবং ইংল্যান্ডের ডেভিড উইলি ও জেসন রয়।
মুস্তাফিজুর রহমানের ভালো পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো, যেখানে তার অতীত অভিজ্ঞতা এবং দক্ষতা হতে পারে বড় সম্পদ।