১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরের জন্য দুই টেস্টের একটি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দলটি। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে শতক হাঁকানো আমির জাঙ্গু।

এ সফরে স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি, যিনি ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি। তবে ইনজুরিতে থাকা অলরাউন্ডার শামার জোসেফের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হলো। ব্যক্তিগত কারণে দলে নেই পেসার আলজারি জোসেফও।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান আমির জাঙ্গু ঘরোয়া চার দিনের ক্রিকেটে অসাধারণ পারফর্ম করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে তিনি পাঁচ ম্যাচে ৬৩.৫০ গড়ে ৫০০ রান সংগ্রহ করেন, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। এ পারফরম্যান্সের ধারাবাহিকতায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের নায়ক হন তিনি।

দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১৬ জানুয়ারি করাচিতে, আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ জানুয়ারি মুলতানে।

পাকিস্তান সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা, এলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাক, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুডাকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার, কেমার রোচ, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts