টেস্ট ম্যাচ জয় যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই কঠিন একটি অধ্যায়। কেননা টেস্টে বাংলাদেশকে খুব কমই জিততে দেখা গেছে। আর সেই টাইগার টিম যেন হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, তারণ্য ভরা এই দল পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জয় করে নিয়েছে তাও আবার স্বাগতিক পাকিস্তানের ঘরের মাঠে।
আর এই সিরিজ জয়ের পরপরই আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়ন শিপে পয়েন্ট টেবিলে চারে চলে এসেছে টাইগাররা। বাংলাদেশের আগে একে আছে ভারত দুই ও তিনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরই চারে বাংলাদেশের অবস্থান।
যদিও আগের ম্যাচে স্লো-ওভার রেটিংয়ের কারণে ৩ পয়েন্ট কর্তন হয়েছে বাংলাদেশের। ৩ টেস্টে ৩৬ পয়েন্ট হওয়ার কথা থাকলেও পয়েন্ট হয়েছে ৩৩। এতে করে পয়েন্ট টেবিলের ৪ রে অবস্থা বাংলাদেশের।