অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে মাঠে দেখা গিয়েছিল। এরপর তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। বর্তমানে সাকিব সৌদি আরবে অবস্থান করছেন, যেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করছেন।
আজ (মঙ্গলবার) মোহাম্মদ শামিম খান নামে এক বাংলাদেশি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাকিবের একটি লাইভ ভিডিও করেন। সেখানে দেখা যায়, জুব্বা পরিহিত সাকিব মক্কায় ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তাদের সেলফির অনুরোধে সাড়া দিচ্ছেন।
এর আগে ভারতের মাটিতে সিরিজ চলাকালে সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তার ইচ্ছে ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর, তবে কিছু বিতর্কের কারণে এই সিদ্ধান্ত কার্যকর হয়নি। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজেও তিনি ছিলেন না। সাকিবের পরিকল্পনা আছে আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরের। তবে বর্তমান পরিস্থিতিতে তার দলে ফেরার বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে।
এছাড়া, সম্প্রতি সাকিবের বিরুদ্ধে দেশে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে ফেরার পথ এখন কিছুটা জটিল হয়ে উঠেছে।