টি-টোয়েন্টি বিশ্বকাপের গতকাল সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দুই হারে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ বল্লেই চলে টাইগারদের।
গতকাল ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ব্যাটে-বলে নিজেকে খুজে পাননি সাকিব। ৩৭ বছর বয়সে পা দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার । তাই বয়স ও অফ-ফর্মের কারণে এটাই কি তার শেষ বিশ্বকাপ কি না সংবাদ সন্মেলনে তাকে এমন প্রশ্নও করা হয়।
এর জবাবে সাকিব আল-হাসান বলেন, জানি না, এটাই আমার শেষ বিশ্বকাপ কিনা। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এগুলো আসলে আলোচনা করবে ক্রিকেট বোর্ড। তা ছাড়া আমার ব্যক্তিগত কিছু চিন্তা থাকতে পারে। কিন্তু এগুলো আসলে এখানে আলোচনা করার কিছু নয়।
বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, দল যদি মনে করে, আমাকে তাদের প্রয়োজন আছে এবং আমার যদি মনে হয়, দলকেও আমার প্রয়োজন, এ ছাড়া আমার মধ্যে যদি আগ্রহটা থাকে, তাহলে আমি দলের হয়ে খেলব।
তবে এই বিষয়টি এখনই আলোচনা করার নয় জানিয়ে সাকিব আরও বলেন, ‘খেলাটা উপভোগ না করলে তো আর খেলার বিষয় নয়। তবে এটা আসলে সময়ের ব্যাপার। বিষয়টি সময়ের ওপরই ছেড়ে দিয়েছেন সাকিব। তিনি আরোও বলেন যখন সময় হবে, তখন সবাই সবকিছু জানতে পারবে।