বৃষ্টির কারণে প্রথম দিন ভেসে যাওয়ার পর বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে মাঠে খেলা গড়ালেও স্বাগতিক ভারত লজ্জার রেকর্ড গড়েছে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের বিধ্বংসী বোলিংয়ে ভারতের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ৪৬ রানে। দেশের মাটিতে এটি টেস্টে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর।

এর আগে ১৯৮৭ সালে দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত ৭৫ রানে অলআউট হয়েছিল, যা এতদিন পর্যন্ত ভারতের মাটিতে সর্বনিম্ন স্কোর ছিল। এবার সেই রেকর্ড ভেঙে আরও কম রানে অলআউট হলো মেন ইন ব্লু’রা।

এদিন ভারতের ব্যাটারদের মধ্যে রিশভ পান্ত ২০ ও জয়সওয়াল ১৩ রান করেন। বাকিরা সবাই এক অঙ্কের রানে বিদায় নেন, যা ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় ও সার্বিকভাবে টেস্ট ইতিহাসের ১৮তম সর্বনিম্ন দলীয় স্কোর হিসেবে রেকর্ড হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts