চলতি মাসেই পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে ২০২৫ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ নারী দলও অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে ছয় দলের এই বাছাইপর্ব। এতে সেরা দুটি দল জায়গা করে নেবে বিশ্বকাপে।

বাছাইপর্ব খেলতে আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। পাকিস্তানে ভালো ফল পেতে হলে ব্যাটারদের ভালো করা এবং বোলারদের ইকোনমিক্যাল থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক জ্যোতি।

উইকেট ও দলের প্রস্তুতি নিয়ে অধিনায়কের ভাবনা
আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন,
‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তুলনামূলক কম, যদিও সম্প্রতি আমরা তাদের বিপক্ষে সিরিজ খেলেছি। তার আগে কিন্তু আমাদের থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে হবে।’

সাফল্য পেতে হলে ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস প্রয়োজন বলে মনে করেন জ্যোতি। তিনি বলেন,
‘প্রথম দিকে যদি আমরা মোমেন্টাম তৈরি করতে পারি, তাহলে ভালো হবে। ব্যাটিং ভালো করলে ফলাফলও পক্ষে আসবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, তবে আমাদের বোলাররা সবসময় দুর্দান্ত পারফর্ম করে। তাই ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি, সেটাই লক্ষ্য থাকবে।’

বোলারদের ভূমিকায় সন্তুষ্ট হলেও, বিদেশের কন্ডিশনে তাদের কৌশল কেমন হওয়া উচিত—তা নিয়েও কথা বলেন তিনি।
‘গত কয়েকটি সিরিজে আমাদের বোলাররা বিদেশের মাটিতে ভালো করেছে। তবে দেশের বাইরে উইকেট নেওয়া কঠিন। দেশের উইকেটে সঠিক জায়গায় বল ফেললে উইকেট পাওয়া যায়, কিন্তু বাইরে সেটা কঠিন। তাই আমাদের পরিকল্পনা হলো উইকেটের পেছনে ছুটে না গিয়ে ইকোনমিক্যাল বোলিং করা।’

বাংলাদেশের ম্যাচ সূচি
বাংলাদেশ তাদের বাছাইপর্বের প্রথম ম্যাচে ১০ এপ্রিল থাইল্যান্ডের মুখোমুখি হবে। এরপর তাদের ম্যাচগুলো—

১৩ এপ্রিল: আয়ারল্যান্ড (দিবারাত্রি)

১৫ এপ্রিল: স্কটল্যান্ড (দিবারাত্রি)

১৭ এপ্রিল: ওয়েস্ট ইন্ডিজ

১৯ এপ্রিল: পাকিস্তান (স্বাগতিক)

দিনের ম্যাচগুলো সকাল ১০টায় এবং দিবারাত্রির ম্যাচগুলো দুপুর আড়াইটায় শুরু হবে। বিশ্বকাপে জায়গা করে নিতে হলে সেরা দুই দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts