জাতীয় দলের বাইরে অনেকটা সময় কাটলেও আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। রাজনীতিতে সক্রিয় হওয়া, বিতর্ক এবং বোলিং নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে কিছুটা ছিটকে পড়া সাকিব এখন আবার খেলোয়াড়ি ব্যস্ততায় ফিরছেন। এইবার দেখা যাবে তাকে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
নতুন খবর হলো, সাকিব আল হাসান অংশ নিচ্ছেন টি-টেন ফরম্যাটের জনপ্রিয় টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগ-এ। আট দলের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কেম্যান আইল্যান্ডে।
সাকিবের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার খবর নিশ্চিত করেছে আয়োজকরা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। যদিও তিনি কোন দলের হয়ে খেলবেন, তা এখনো প্রকাশ করা হয়নি।
টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে ১৬ জুলাই এবং চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এবারের আসরে সাকিব ছাড়াও অংশ নিচ্ছেন বেশ কিছু আন্তর্জাতিক তারকা ক্রিকেটার—মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ডেভিড মালান, অ্যালেক্স হেলস ও থিসারা পেরেরা।
সম্প্রতি সাকিব নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সেও। ফলে ক্যারিবিয়ানে সাকিবকে নিয়ে আগ্রহ তুঙ্গে।
উল্লেখ্য, গত বছর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে অংশ নিতে গিয়ে বোলিং অ্যাকশনে ত্রুটির জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। পরে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এখন তার নতুন চ্যালেঞ্জ ‘ম্যাক্স সিক্সটি’ লিগ।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ‘ক্যারিবিয়ান টাইগার্স’। দ্বিতীয় আসরে অংশ নিতে যাওয়া সাকিব কি পারবেন তার অভিজ্ঞতায় দলকে শিরোপার পথে নিতে? এখন সেটিই দেখার অপেক্ষা।