আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তাই ম্যাচের শুরুতেই টচে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নাজমুল হাসান শান্ত।
কিন্তু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রান বন্যা হবে এমনটা শুরুতেই বোঝা যাচ্ছিলো। আর হলোও তেমনটা ম্যাচের প্রথমেই ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারে দুই ভারতীয় ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা মিলে ১৫ রান তুলে নেন। প্রথম বল ডট গেলেও পরের দুই বলেই চার হাঁকান স্যামসন। ওভারের শেষ বলে মিরাজকে চার মারেন অভিষেকও।
যদিও স্যামসন ১০ ও অভিষেক ১৫ রান করে আউট হন। কিন্তু রেড্ডির ৭৪, রিঙ্কুর ৫৩ ও হার্দিক এর ৩২ রানের ওপর নির্ভর করে ভারত ২২১ রানের বিশাল পুজি পায়। আর বাংলাদেশের জেতার জন্য টার্গেট দাড়ায় ২২২ রানের।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত- ২২১/৯ (২০ ওভার) (স্যামসন ১০, অভিষেক ১৫, সূর্যকুমার ৮, রেড্ডি ৭৪, রিঙ্কু ৫৩, হার্দিক ৩২; তাসকিন ২/১৬, তানজিম ২/৫০, মুস্তাফিজ ২/৩৬)