দুই বছর আগে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। সেই সময় দুই যুবক—রজত কুমার ও নিশু কুমার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের এই মানবিক কাজ পান্তকে আরও বড় বিপদের হাত থেকে রক্ষা করেছিল। এবার কৃতজ্ঞতা প্রকাশে তাদের স্কুটার উপহার দিয়েছেন পান্ত।

২০২২ সালের ৩০ ডিসেম্বর দুর্ঘটনার পর পান্তের গাড়িতে আগুন ধরে যায়। সেই মুহূর্তে রজত ও নিশু গাড়ির কাচ ভেঙে পান্তকে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় পান্তের জীবন রক্ষা পায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রজত ও নিশুর স্কুটার চালানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে পান্ত লিখেছেন,
“আমি হয়তো সবাইকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারব না, কিন্তু রজত ও নিশুর কথা বিশেষভাবে বলতে চাই। দুর্ঘটনার পর তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সারা জীবন আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকব।”

দুর্ঘটনার পরপরই পান্তকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৪ মাস ধরে তিনি ক্রিকেট থেকে দূরে ছিলেন এবং এই সময়ের মধ্যে তার দু’বার অস্ত্রোপচার হয়।

আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরেন পান্ত। এরপর জাতীয় দলে নিয়মিত হন এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে খেলছেন।

পান্তের উপহার ও কৃতজ্ঞতাপ্রকাশে উচ্ছ্বসিত রজত ও নিশু। তাদের সাহসিকতার গল্প একটি অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts