প্রায় ৭ মাস পর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরলেন তামিম ইকবাল। যদিও প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি এই সাবেক টাইগার অধিনায়ক।
তবে দ্বিতীয় ম্যাচেই নিজের চেনা রূপে ফিরলেন তামিম। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ২৭ বলে ঝোড়ো অর্ধশতক পূর্ণ করেন তিনি। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে তার ৫০তম অর্ধশতক।
তামিমের ইনিংসের বিবরণ
৩৩ বলের মারকুটে ইনিংসে ৬৫ রান করেন তামিম ইকবাল। তার ইনিংসটি সাজানো ছিল দুর্দান্ত সব শট দিয়ে। তোফায়েল আহমেদের বলে একটি ছক্কা হাঁকানোর চেষ্টায় তিনি খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
চট্টগ্রামের সংগ্রহ
তামিমের এই ব্যাটিং ঝড়ের পরও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় চট্টগ্রাম। ম্যাচটি কুয়াশার কারণে ১৫ ওভারে নির্ধারিত হওয়ায় ব্যাটিংয়ের শুরুতে দলীয় ১০০ রান পার করলেও শেষ পর্যন্ত চট্টগ্রামের ইনিংস থামে ৯ উইকেটে ১৪৫ রানে।
প্রথম ম্যাচে ব্যর্থতা
এর আগে বুধবার রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে ফর্মে ছিলেন না তামিম। ওই ম্যাচে মাত্র ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফিরতে হয়েছিল তাকে।
তবে দ্বিতীয় ম্যাচের এই দুর্দান্ত ইনিংস দিয়ে তামিম আবারও দেখালেন কেন তিনি দেশের অন্যতম সেরা ওপেনার।