দেশের সেরা ওপেনার তামিম ইকবাল পাশে দাঁড়িয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের। যমুনা টেলিভিশনের সংবাদ প্রকাশের পরই তামিম এই সহায়তার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জিয়াউর রহমানের স্ত্রীর হাতে পাঁচ লাখ টাকার একটি চেক তুলে দেন তিনি।
তামিম জানান, জিয়ার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারের পড়াশোনা ও দাবা খেলা চালিয়ে যেতে তিনি নিয়মিত সহযোগিতা করবেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন। যদিও বিভিন্ন ক্রীড়া সংস্থার তরফ থেকে জিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল, তবু সেই প্রতিশ্রুতি বাস্তবে দেখা যায়নি। তবে তামিমের এই উদ্যোগে বাংলাদেশের ক্রিকেট বোর্ডও ভবিষ্যতে তাহসিনের উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গী হতে চায়।
প্রসঙ্গত, গত ৫ জুলাই জাতীয় দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জিয়াউর রহমান। হাসপাতালে নেওয়ার পর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।