জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টে ইনজুরির কারণে ছিলেন না দেশের তারকা পেসার তাসকিন আহমেদ। এবার জানা গেল, চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না তিনি।
গোড়ালির পুরনো চোটেই ভুগছেন তাসকিন। এবার সেই চোটের উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানো হচ্ছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখাবেন তাসকিন। এর আগেই দেশটি রওনা হবেন তিনি, সঙ্গে থাকবেন দেবাশীষ নিজেও।
ইংল্যান্ডে চিকিৎসা পরবর্তী রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী করণীয়। তবে দেশের মাটিতে তাসকিন আগে থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। কিন্তু দীর্ঘমেয়াদি সমাধানের জন্যই উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে বিসিবি।
এর আগেও দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তাসকিনের বাঁ পায়ের গোড়ালিতে হাড়ের একটি অস্বাভাবিক বৃদ্ধি রয়েছে। এই সমস্যার কারণে ব্যথা আসা-যাওয়ার মধ্যে থাকবে এবং তাকে সেটা ম্যানেজ করেই খেলতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফেরার পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কয়েকটি ম্যাচ খেললেও পুরনো ব্যথা আবারও ভোগাতে শুরু করে তাসকিনকে। ফলে, গুরুত্বপূর্ণ সিরিজে দলের বাইরে থাকতে হচ্ছে এই গতিময় পেসারকে। উন্নত চিকিৎসার মাধ্যমে শতভাগ ফিট হয়ে মাঠে ফেরার অপেক্ষায় এখন তাসকিন।